বিলাল হোসেন: ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া ১৫ জেলেকে সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরের পর তাদের নিয়ে উদ্ধারকারী দলটি সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া এলাকায় পৌঁছায়। এর আগে শুক্রবার মধ্যরাতে মান্দারবাড়িয়া এলাকায় সাগরে ভাসতে থাকা এসব জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- বাগেরহাটের মোরশেদ শেখের ছেলে রাসেল শেখ, রাজিব শেখ, আহম্মদ শেখের ছেলে ওহিদুল শেখ, মৃত ইছাক শেখের ছেলে দাউদ শেখ, গোলাম মোস্তফার ছেলে ইসরাফিল শেখ, ইমান আলী শেখের ছেলে রেজাউল শেখ, খোরশেদ শেখের ছেলে সুলতান শেখ, জুলফিকার শেখের ছেলে মাহাবুব শেখ, আব্দুল হাকিমের ছেলে আলী আকবর শেখ, নজরুল ইসলামের ছেলে বাবুল শেখ, আজিজ শেখের ছেলে আব্দুল হালিম, জলিল শেখের ছেলে গোলাম আযম, সাহেব আলীর ছেলে হুমায়ুন আকন্দি, গনি শেখের ছেলে মনি শেখ ও ভোলার চরফ্যাশনের মৃত কাজলের ছেলে আব্বাস হোসেন।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে সমুদ্রে ভাসতে থাকা ১৫ জেলেকে উদ্ধার করে কলাগাছিয়ায় আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।