মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবুকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে দলীয় মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইউনিয়নে ইউনিয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে।
রোববার বিকালে মনোনয়ন ঘোষণার পরপরই ব্রহ্মরাজপুর বাজারে জনসাধারণের মধ্যে মিষ্টি বিতরণ ও পরবর্তীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহ্জাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সদর উপজেলা আ’লীগের সদস্য স ম জালাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যার কোহিনুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, ধুলিহর ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ মল্লিক, সাংগঠনিক সম্পাদক ওজিয়ার রহমান, ধুলিহর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজহারুল ইসলাম, মাহমুদ হাসান লিটন, সালাম সানা, দীনেষ দত্ত, শরিফ মোড়ল, আব্দুল আহাদ, আব্দুল মজিদ, শহিদ গাজী,শফি, আমিনুর প্রমুখ।
এদিকে, আসাদুজ্জামান বাবুকে মনোনয়ন দেওয়ায় সাতক্ষীরা শহরতলীর তালতলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে।
তালতলা-গোপিনাথপুর ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে রবিবার সন্ধ্যায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লাবসা ইউপি সদস্য মনিরুল ইসলামের নেতৃত্বে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে তালতলা স্কুল মোড়ে মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসিনুল হাবিব মিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন, হাসানুজ্জামান, অহিদুজ্জামান, দীনেশ মন্ডল, ভবরঞ্জন মন্ডল, তহিদুল ইসলাম, আব্দুর রহমান গাজী প্রমুখ।
অপরদিকে, আসাদুজ্জামান বাবুকে মনোনয়ন দেওয়ায় পৌর ৯নং ওয়ার্ড আ’লীগ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।
রোববার সন্ধ্যায় শহরের খুলনা রোড মোড়ে সাতক্ষীরা পৌর ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এম আর পরিবহনের চেয়ারম্যান মোঃ নুরুল হকের নেতৃত্বে খুলনা রোড মোড়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে আওয়ামী লীগ নেতা নুরুল হকের নিজস্ব কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি সুবোল কুমার বিশ্বাস, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, আ’লীগ নেতা তৈবুর রহমান, মনজুরুল আলম, হাসানুজ্জামান, হাবিবুল শাহিন, সুজন, সুভাষ রায় প্রমুখ।