বৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরার ৪ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ৩৭ প্রার্থী

প্রতিবেদক
the editors
নভেম্বর ৩০, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সাতক্ষীরার চারটি আসনে ৩৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে উৎসবমূখর পরিবেশে প্রার্থীরা সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়সহ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে মনোনয়নপত্র দাখিল করেন।

এর মধ্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ১২ জন, সাতক্ষীরা-২ (সদর) আসনে ১১ জন, সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনি-কালিগঞ্জ আংশিক) আসনে ৬ জন এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে ৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিলের শেষদিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র মতে, সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মুস্তফা লুৎফুল্লাহ, জাসদের প্রার্থী শেখ ওবায়দুস সুলতান বাবলু, জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ দিদার বখত্, তৃণমূল বিএনপির প্রার্থী সুমি, বাংলাদেশ কংগ্রেসের ইয়ারুল ইসলাম, জাকের পার্টির প্রার্থী খোরশেদ আলম ও মুক্তিজোটের প্রার্থী শেখ মো: আলমগীর মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, শেখ নুরুল ইসলাম, এসএম মুজিবুর রহমান ও মো: নুরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাতক্ষীরা-২ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবু, জাতীয় পার্টির মো. আশরাফুজ্জামান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনোয়ার হোসেন, জাকের পার্টির শেখ ইফতেখার আল মামুন সুমন, বিএনএমের মো. কামরুজ্জামান বুলু, তৃণমূল বিএনপির ফারহান মেহেদী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. তৌহিদুর রহমান ও মুক্তিজোটের আব্দুল আজিজ মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মীর মোস্তাক আহমেদ রবি, আফসার আলী, এনসান বাহার বুলবুল মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনি-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম রুহুল হক, বাংলাদেশের সাম্যবাদী দলের (এম-এল) শেখ তরিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আব্দুল হামিদ, জাকের পার্টির মো. মঞ্জুর হোসান, তৃণমূল বিএনপির রুবেল হোসেন ও জাতীয় পার্টির মো. আলিফ হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আতাউল হক, জাতীয় পার্টির মো: মাহবুবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এইচএম গোলাম রেজা, তৃণমূল বিএনপির আসলাম আল মেহেদী, বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শেখ ইকরামুল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাসুদা খানম ও মিজানুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর আগে সাতক্ষীরার চারটি আসনে মোট ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!