সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর থেকে হরিণ শিকারের ফাঁদ ও রান্না করা মাংস উদ্ধার করেছে বনরক্ষীরা।
শুক্রবার (১ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার সুন্দরবন সংলগ্ন মরাগাং গ্রামের মাহমুদুল হাসানের বাড়ি থেকে হরিণের ১০ কেজি রান্না করা মাংস ও ৫০টি হরিণ শিকারের ফাঁদসহ হরিণের নাড়িভুড়ি জব্দ করা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, হরিণ শিকারী চক্রের সদস্যরা হরিণের মাংস রান্না করে ভুড়িভোজের আয়োজন করেছে- এমন খবরের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের মরাগাং টহলফাঁড়ির ইনচার্জ (ওসি) সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা মাহমুদুল হাসানের বাড়িতে অভিযান চালিয়ে হরিণের রান্না করা মাংস ও ৫০টি হরিণ শিকারের ফাঁদসহ হরিণের নাড়িভুড়ি জব্দ করে। তবে বাড়ির লোকজন বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায়।
এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।