ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মাঠে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি নেতৃত্বাধীন টহল টিম।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে আশাশুনির ১১টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও হাটবাজারে টহল দেয় টিমটি।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি নির্বাচনী বিধিমালা মেনে চলার জন্য সকল প্রার্থী ও তার এজেন্ট এবং সমর্থকদের অনুরোধ জানান এবং বলেন, জাতীয় নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী জেলার সকল উপজেলায় নির্বাচনী পরিবেশকে সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে জেলা ও উপজেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। জাতীয় নির্বাচনের মনোনয়ন প্রাপ্তি হতে প্রতীক বরাদ্দ পর্যন্ত এবং তৎপরবর্তীকালে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচার প্রচারণার ক্ষেত্রে যে সকল বিধি বিধান রয়েছে তা প্রতিপালনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তিনি আরোও বলেন, নির্বাচনী আইন ও বিধিমালা মোতাবেক প্রচার সামগ্রী অপসারণের জন্য অভিযান পরিচালিত হচ্ছে।