মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ঢাকা টেস্টে ধারাভাষ্য দেবেন তামিম

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ৫, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক | ক্রিকেট থেকে এখনো পুরোপুরি অবসরে যাননি তামিম ইকবাল। তবে ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা তার আগেও রয়েছে।

কিন্তু সেটা ছিল বিপিএলে। এবার আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। আগামীকাল থেকে শুরু হওয়া ঢাকা টেস্টের প্রথম দিন প্রায় ঘণ্টা খানেক ধারাভাষ্য দেবেন তিনি। ফেসবুক পেজে নিজেই নিশ্চিত করেছেন তা।
তামিম লেখেন, ‘আগামীকাল বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ধারাভাষ্য প্যানেলের ছোট্ট অংশ হিসেবে থাকব আমি। আমার স্লট: ১২টা ৪০ থেকে ১টা ১০ মিনিট এবং ১টা ৪০ থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত। আবারও ধারাভাষ্য কক্ষের অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছি। ‘

গত বছর বিপিএলে খুলনা টাইগার্স- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম। খেলা দেখে অনর্গল বর্ণনা দিয়ে যাচ্ছিলেন। ধারাভাষ্য শেষে সেদিন সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘পাকিস্তান সিরিজের আমাকে ধারাভাষ্য দিতে প্রস্তাব করা হয়েছিল। তখন সময় দিতে পারিনি। আজ এমনিতে বিসিবিতে এসেছিলাম একটা সভা ছিল। তারা বললেন একটু ধারাভাষ্যে আসতে। ভাবলাম চেষ্টা করে দেখি। প্রথমবার ধারাভাষ্য দিয়ে খুব ভাল লাগল। আপাতত ধারাভাষ্য নিয়ে কোন পরিকল্পনা নেই। তবে এটা নিয়ে আগামীর জন্যে এটা খুব ভালো একটা অপশন হতে পারে। ‘

গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর মাঠের বাইরে রয়েছেন তামিম। ফিটনেস জটিলতায় খেলা হয়নি বিশ্বকাপ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হওয়ার আগের দিন জানান, বিপিএল দিয়ে আবারও ক্রিকেটে ফিরবেন তিনি।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!