বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ৬, ২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ঢাকা টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সিলেটে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। ফলে এই টেস্ট জিতলে বা নিদেনপক্ষে ড্র করলেও প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের।

ধারাভাষ্যকার এইচ. ডি. অ্যাকারম্যার বলেছেন, পিচের হালকা আর্দ্রতা দিনের শুরুতে পেসারদের কিছুটা সুবিধা দেবে। তবে স্পিনাররাও যদি উইকেট দখলে নেয়, এতেও অবাক হওয়ার কিছু নেই। তবে পরে ব্যাট করলেই সবকিছু শেষ হয়ে যাবে না।

এর আগে গত বছর জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। এটিই ছিল বড় কোনো দলের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট জয়। তার আগে ২০১৬ সালে ইংল্যান্ড ও ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টেস্টে হারিয়েছিল টাইগাররা।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।

নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, টিম সাউদি (অধিনায়ক), কাইল জেমিসন, মিচেল স্যান্টনার, অ্যাজাজ প্যাটেল।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!