Thursday , 14 December 2023 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কপ-২৮: অবশেষে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার ঘোষণা

প্রতিবেদক
admin
December 14, 2023 10:39 am

আন্তর্জাতিক ডেস্ক | দুবাইয়ে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে একটি নতুন চুক্তির বিষয়ে সবাই ঐকমত্যে পৌঁছেছে সবপক্ষ, যাতে প্রথমবারের মতো তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার জন্য দেশগুলোর প্রতি আহবান জানানো হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় সম্মেলন শেষ হওয়ার পূর্ব নির্ধারিত সময়সীমা চুক্তিতে পৌঁছানোর জন্য বাড়ানো হয়, তবে সেই বর্ধিত সময়সীমাও পেরিয়ে যায় কোনো চুক্তি ছাড়াই।

শেষ পর্যন্ত সম্মেলনের সময়সীমার ১২ ঘন্টারও বেশি পর স্থানীয় সময় বুধবার সকালে নতুন খসড়াটি প্রকাশিত হয়।

কয়েক দিনের আলোচনার পর সকল মতপার্থক্যকে মেনে নিয়েই এবারের সম্মেলনে অংশ নেয়া দেশগুলো শেষ পর্যন্ত নতুন এই সমঝোতায় উপনীত হলো, যেখানে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে সব দেশকে ভূমিকা রাখার কথা বলা হয়েছে।

তবে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভশীল দেশ গুলোর দাবি অনুযায়ী একবারেই বাতিল না করে ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার কথা বলা হয়েছে নতুন চুক্তিতে। সম্মেলনে সবাই মেনে নিয়েছে যে ভবিষ্যতে কার্বন নিঃসরণ আরও বাড়বে, যদিও উন্নত কিংবা অনুন্নত দেশ ভেদে এর মধ্যে পার্থক্য থাকবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত