ডেস্ক রিপোর্ট: আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির ৫৩তম বিজয়ের দিন। হাজার বছরের ইতিহাসে এক গৌরবময় দিন। অসম সাহস, বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জন মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠার দিন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধ শেষে ১৯৭১ সালের আজকের এই দিনে বিজয় ছিনিয়ে আনে। পরাজয়ের গ্লানি মেনে নিয়ে বর্বর হানাদার বাহিনী অবনত মস্তকে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) তাদের আত্মসমর্পণের মাধ্যমে লাল-সবুজের পতাকা পতপত করে উড়তে থাকার যাত্রা শুরু হয়। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির পর স্বাধীন পাকিস্তানের অন্য রূপ দেখতে পায় বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান। বঞ্চিত বাঙালির মনে ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। গড়ে ওঠে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। তরুণ নেতা শেখ মুজিবুর রহমান গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে মানুষকে ঐক্যবদ্ধ করতে শুরু করেন। ১৯৫২ এর ভাষা আন্দোলন পেরিয়ে বাঙালির স্বাধিকার অর্জনের লড়াই পায় অন্য মাত্রা। ’৬৬-এর ছয় দফা, ’৬৯-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিব হয়ে ওঠেন বঙ্গবন্ধু। বাঙালির লড়াইকে ধাপে ধাপে নিয়ে যান পরিণতির দিকে। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে তার নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করার পরও ক্ষমতা হস্তান্তর না করে পশ্চিম পাকিস্তানিরা ষড়যন্ত্রের জাল বিস্তার করে। বঙ্গবন্ধু সেই ষড়যন্ত্রের জালে শেষ পেরেক ঠুকেন ১৯৭১-এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে স্বাধীনতাকামী বাঙালি জাতিকে মুক্তি সংগ্রামের প্রস্তুতি নেওয়ার আহ্বানের মাধ্যমে। পাকিস্তানি হানাদার বাহিনী ২৫ মার্চ রাতে ঘুমন্ত নিরীহ নিরস্ত্র সাধারণ বাঙালিদের ওপর চালায় মানবেতিহাসের ঘৃণ্যতম গণহত্যা। ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তারের আগে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের নির্দেশ দিলে শুরু হয় বাঙালির মুক্তির সংগ্রামের চূড়ান্ত ধাপ। স্বাধীনতার রক্ত সূর্য ছিনিয়ে আনতে মুক্তি পাগল ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, কামার, কুমার সবাই অস্ত্র কাঁধে তুলে নেয়। প্রতিবেশী ভারতও এগিয়ে আসে বাঙালির ভাগ্য যুদ্ধে। ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উপ-রাষ্ট্রপতি হন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মন্ত্রিসভায় ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থমন্ত্রী এবং এ এইচ এম কামারুজ্জামান স্বরাষ্ট্র ও পুনর্বাসনবিষয়ক মন্ত্রী হিসাবে ১৭ এপ্রিল শপথ নেন। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে হানাদারদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। বাঙালি তার ইতিহাসের শ্রেষ্ঠতম দিনটি নানা আয়োজনে আনন্দ উচ্ছ্বাসে উদযাপন করে। আজ শনিবার ঢাকায় প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা এবং সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তোলার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর গত ৫২ বছরে আমাদের যা কিছু অর্জন তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই উন্নয়নের গতিধারা অব্যাহত থাকলে বিশ্ব দরবারে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশে পরিণত হবে, ইনশাল্লাহ। এদিন দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বিটিভি ও বাংলাদেশ বেতার ছাড়াও বেসরকারি টেলিভিশনগুলো মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করবে। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর বিভিন্ন কর্মসূচি রয়েছে। আওয়ামী লীগের তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন। আগামীকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এ ছাড়া নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে সোমবার বিজয় শোভাযাত্রা করবে দলটি। বিএনপিসহ অন্য রাজনৈতিক দলও এদিন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবে। রয়েছে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানও কর্মসূচী গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও বেসরকারি ভবনগুলোয় আলোকসজ্জা করা হয়েছে। সারা দেশের বিভিন্ন স্থাপনা সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন রঙের আলোয়।
এদিকে, স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।