আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা: খুলনার পাইকগাছায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, পাইকগাছা উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামে জাহিদুর রহমান শেখ গং ও তারিকুল শেখ গংদের সাথে মালির বিল মৌজার ৮ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার সকালে জাহিদুর শেখ, বদরউদ্দীন, নুর ইসলাম ও সাহেদা বেগম তাদের দখলীয় জায়গায় চাষাবাদ করছিল। এ সংবাদ শুনে প্রতিপক্ষের তারিকুল শেখ, রেজাউল, শহিদুল, রবিউল, জাকির, আমিনুর, সবুর, মফিজুল, রফিকুল, ফজলু, ফরিদ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা করে। হামলায় সাহেদা বেগম, জাহিদুল শেখ, বদরউদ্দীন ও নুর ইসলাম রক্তাক্ত জখম হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে কর্তব্যরত ডা. তাহমিনা জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে জাহিদুরের অবস্থা বেশ গুরুতর।
আহত নুর ইসলাম জানান, এ ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।