the editors logo
শনিবার , ৩০ ডিসেম্বর ২০২৩ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

পাইকগাছায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৪

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ৩০, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা: খুলনার পাইকগাছায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, পাইকগাছা উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামে জাহিদুর রহমান শেখ গং ও তারিকুল শেখ গংদের সাথে মালির বিল মৌজার ৮ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার সকালে জাহিদুর শেখ, বদরউদ্দীন, নুর ইসলাম ও সাহেদা বেগম তাদের দখলীয় জায়গায় চাষাবাদ করছিল। এ সংবাদ শুনে প্রতিপক্ষের তারিকুল শেখ, রেজাউল, শহিদুল, রবিউল, জাকির, আমিনুর, সবুর, মফিজুল, রফিকুল, ফজলু, ফরিদ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা করে। হামলায় সাহেদা বেগম, জাহিদুল শেখ, বদরউদ্দীন ও নুর ইসলাম রক্তাক্ত জখম হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে কর্তব্যরত ডা. তাহমিনা জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে জাহিদুরের অবস্থা বেশ গুরুতর।

আহত নুর ইসলাম জানান, এ ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!