সুলতান শাহাজান, শ্যামনগর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগ-কালিগঞ্জ আংশিক) আসনের নৌকা প্রতীকের প্রার্থী এস.এম আতাউল হক দোলনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
শনিবার (৩০ ডিসেম্বর) অনুসন্ধান কমিটির প্রধান সিনিয়র সহকারী জজ প্রবীর কুমার দাস স্বাক্ষরিত নোটিশে সোমবার ( ১ জানুয়ারি) সকাল ১১টায় অনুসন্ধান কমিটি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে (সদর সিনিয়র সহকারী জজ এর কার্যালয়, জেলা জজ আদালত সাতক্ষীরা) হাজির হয়ে নিজ অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত জাবাব দিতে বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশে দোলনকে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলাধীন নির্বাচনী এলাকা নং-১০৮, সাতক্ষীরা-৪ থেকে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকধারী একজন সংসদ সদস্য পদপ্রার্থী। আপনার বিরুদ্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪, নির্বাচনী এলাকা নং- ১০৮, সাতক্ষীরা-৪, সাতক্ষীরা এর বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) কর্তৃক মনোনীত প্রার্থী এইচএম গোলাম রেজা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, সাতক্ষীরা বরাবর (যা পরবর্তীতে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় বরাবর অগ্রগামী করা হয়) এই মর্মে অভিযোগ দায়ের করেছেন যে, আপনি বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন পাওয়ার পর থেকে বর্ধিত সভার নাম করে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে রঙিন ব্যানার, ফেস্টুন ব্যবহার করে এবং মোটরযান ব্যবহার করে সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতাকর্মীরা অতীতে ২০১৪ ও ২০১৮ এর মতো উল্লিখিত প্রার্থীর নেতা কর্মীদের নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য ভয় ভীতি প্রদর্শন করছে এবং ভোট জালিয়াতি ও জাল ভোট দেওয়া সহ নির্বাচনে কারচুপি করা হবে ইত্যাদি বলে উল্লিখিত প্রার্থীর নেতাকর্মীদের হুমকি প্রদান করছেন।
নোটিশে আরও বলা হয়, এমতাবস্থায় জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (পি.ও নং ১৫৫ ও ১৯৭) এর অনুচ্ছেদ ৯১-এর বিধানাবলে ক্ষমতাপ্রাপ্ত হয়ে আপনাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের উপর্যুক্ত অভিযোগ বিষয়ে আগামী সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় নিজ/ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নিম্নস্বাক্ষরকারীর অস্থায়ী কার্যালয়ে (সদর সিনিয়র সহকারী জজ এর কার্যালয়, জেলা জজ আদালত, সাতক্ষীরা) উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থতায় অত্র কমিটি আপনাকে শুনানী ব্যতিরেকে প্রয়োজনীয় অনুসন্ধান পূর্বক প্রতিবেদন বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রেরণ করবে।