ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিংয়ের সনদপ্রাপ্ত হাফেজদের পাগড়ি প্রদান করা হয়েছে।
রবিবার বিকালে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের পাগড়ি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এর সভাপতি মোঃ আব্দুর রব ওয়ার্ছির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও হাফেজদের পাগড়ি প্রদান করেন সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, অধ্যাপক মোজাম্মেল হোসেন, প্রকৌশলী শেখ তৌহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান রাসেল, মিশন মসজিদের ইমাম হাফেজ ইব্রাহিম খলিল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এর সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার ড. মুফতি আক্তারুজ্জামান।
অনুষ্ঠানে ৮ জন হাফেজকে পাগড়ি পরিয়ে দেন অতিথিবৃন্দ।