the editors logo
বুধবার , ৯ আগস্ট ২০২৩ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কেশবপুরে ভাব বাংলাদেশের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা

প্রতিবেদক
the editors
আগস্ট ৯, ২০২৩ ৭:২৬ অপরাহ্ণ

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর: যশোরের কেশবপুরে ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি নয়, ব্যক্তি দুর্নীতিই উন্নয়নের প্রধান অন্তরায়’ শীর্ষক প্রতিযোগিতায় গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

রোটারি গ্লোবাল গ্রান্ট এর অর্থায়নে ই-ক্লাব অব হেরিটেজ, নিউওয়ার্ক এবং রোটারি ক্লাব অব বনানীর সার্বিক সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করছে ভাব বাংলাদেশ।

ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ। আরো বক্তব্য দেন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, শিক্ষক খোরশেদ আলম, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজু প্রমুখ।

এদিন কেশবপুরের পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গণিত, ইংরেজি ও কম্পিউটারের দক্ষতা মূল্যায়ন পরীক্ষাও অনুষ্ঠিত হয়।

অতিথিবৃন্দ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়াসহ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!