ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় প্যাকেজ্ড ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিএসটিআই কর্মকর্তাগণের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের কোরাইশী ফুট পার্কের সভা কক্ষে খুলনা বিএসটিআই এর উপপরিচালক মোঃ আলাউদ্দিন হোসাইনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন খুলনা বিএসটিআই এর সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষ, ফিল্ড অফিসার মোঃ মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার মে: আলী আকবর সোহেলসহ সাতক্ষীরার অনুমোদিত পানি ব্যবসায়ী রিমঝিম ড্রিংকিং ওয়াটার এর সত্ত্বাধিকারী মিন্টু চৌধুরী, শর্মি ড্রিংকিং ওয়াটার এর সত্ত্বাধিকারী সমিত কুমার ঘোষ, হক ড্রিংকিং ওয়াটার এর সত্ত্বাধিকারী মির্জা সুলতানা, তৌফিক ড্রিংকিং ওয়াটার এর আলী হোসেন টুটুল প্রমুখ।
সভায় বিএসটিআই কর্মকর্তাগণ উদ্বেগ প্রকাশ করে বলেন, সাতক্ষীরা পৌর শহরের মধ্যে অনুমোদনহীন ভুঁইফোড় পানি সরবরাহ প্রতিষ্ঠান রয়েছে ৭২টি। এসব প্রতিষ্ঠানে উৎপাদিত পানির গুণগত মান যাচাই ছাড়াই হাজার হাজার মানুষের মাঝে সরবরাহ করা হচ্ছে। সভায় এসব প্রতিষ্ঠান মালিকদের হুঁশিয়ার করা হয়।
তারা আরও বলেন, লাইসেন্সবিহীন পানির ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। লাইসেন্সবিহীন পানি ব্যবসায়ীদের বিরুদ্ধে পরিচালিত আইন অনুযায়ী মামলা, মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
সভা সঞ্চালনা করেন শর্মি ড্রিংকিং ওয়াটার সত্ত্বাধিকারী সুমিত কুমার ঘোষ।