the editors logo
সোমবার , ১ জানুয়ারি ২০২৪ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে নৌকার প্রার্থী দোলনের বিশাল জনসভা

প্রতিবেদক
the editors
জানুয়ারি ১, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ

সুলতান শাহাজান, শ্যামনগর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এস.এম আতাউল হক দোলনের জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ ও শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শ্যামনগর বাসস্ট্যান্ডে এই জনসভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম বাবুর সভাপতিত্বে ও সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক স.ম আব্দুস সাত্তারের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস.এম আতাউল হক দোলন, সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আজম লেনিন, সদস্য সচিব সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম আনিসুজ্জামান আনিচ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাসুদা খানম মেধা, অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক বাবলুর রহমান বাবলু, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, আইন বিষয়ক সম্পাদক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, বীর মুক্তিযোদ্ধা জি.এম ওসমান গনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সদস্য গাজী গোলাম মোস্তফা বাংলা, সুশান্ত বিশ্বাস বাবুলাল প্রমুখ।

জনসভায় ৭ জানুয়ারির নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান বক্তারা।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!