বৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে জাল সনদে চাকরি দিলেন প্রধান শিক্ষক

প্রতিবেদক
the editors
জানুয়ারি ৪, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ

বিলাল হোসেন: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগরের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অর্থ বাণিজ্যের মাধ্যমে জাল সনদে চাকরি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন মোঃ ইসমাইল হোসেন ও জিএম সালাউদ্দীন আহমেদ নামের দু’জন ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, জেলেখালি গ্রামের নওশের আলীর ছেলে আবু সুফিয়ান গাজীকে জাল সনদ দিয়ে পাতানো নিয়োগ বোর্ডের মাধ্যমে নৈশ প্রহরী পদে চাকুরি দেওয়া হয়েছে।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, সুফিয়ান গাজী ১৯৯৯ সালে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হন এবং বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে, ভর্তি খাতায় তার জন্ম তারিখ কলম দিয়ে কেটে বয়স কমিয়ে দেওয়া হয়েছে। ২০০০ সালে ৭ম শ্রেণিতে অধ্যয়ন করার কথা থাকলেও তিনি আর কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেননি। অথচ, তাকে ২০০১ সালে ৯ম শ্রেণিতে উত্তীর্ণ দেখিয়ে প্রধান শিক্ষক জাল সনদ প্রদান করেছেন।

এ ব্যাপারে প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, এটা আমার বিরুদ্ধে মিথ্যাচার।

এদিকে, এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!