শুক্রবার , ১২ জানুয়ারি ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় চাষযোগ্য জমি কমেছে ৬০ হাজার হেক্টর

প্রতিবেদক
the editors
জানুয়ারি ১২, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ

গোলাম সরোয়ার: সাতক্ষীরায় গত চার দশকে ৬০ হাজার হেক্টর চাষযোগ্য জমি কমেছে। কৃষিবিদরা বলছেন, তিন ফসলি জমিতে অপরিকল্পিত চিংড়ি ঘের করছেন চাষীরা। নদী শাসন ব্যবস্থাকে অমান্য করে ঘের মালিকরা এসব জমিতে লবণ পানি তুলছেন। এতে জমি উর্বরতা হারাচ্ছে। ফসল উৎপাদনও দিন দিন কমছে। এটা নিয়ন্ত্রণ করতে না পারলে সামনের দিকে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ।

জানা গেছে, জেলার ছয়টি উপজেলার ৬০ হাজার হেক্টর জমিতে লবণ পানির চিংড়ি চাষ হচ্ছে। এছাড়া ১০ হাজার হেক্টর জমিতে গলদা চিংড়ির চাষ হচ্ছে। বেশির ভাগ চিংড়ি ঘেরই অপরিকল্পিতভাবে করা হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ‘অপরিকল্পিত চিংড়ি ঘের বন্ধ করতে না পারলে ফসলি জমি নষ্ট হতে থাকবে। জেলার অনেক এলাকায় জমিতে অতিরিক্ত লবণ পানি উত্তোলনের কারণে ফসল উৎপাদন কমে যাচ্ছে।’

এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, ‘অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ছিদ্র করে লবণ পানি প্রবেশ করাচ্ছেন চিংড়ি ঘের মালিকরা। এতে জেলার নদ-নদীও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-১-এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন বলেন, ‘চিংড়িচাষীরা আইন মানছেন না। তারা পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ছিদ্র করে ঘেরে পানি তুলছেন। অথচ নদীর বাঁধের ৫০ গজের মধ্যে কোনো চিংড়ি ঘের করার কথা নয়। কিন্তু এ আইন তো মানছেনই না, উপরন্তু নদীর ক্ষতি করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সহযোগিতায় মাঝেমধ্যে অভিযান পরিচালনা করে নদীর তলদেশে থাকা পাইপ অপসারণ করা হচ্ছে।’

আশির দশকে সাতক্ষীরায় প্রচুর ধান, পাট ও অন্যান্য ফসল ফলত। অথচ গত চার দশকে জেলার ৬০ হাজার হেক্টর ফসলি জমি লোনা পানির চিংড়ি ঘেরের নিয়ন্ত্রণে চলে গেছে। অপরিকল্পিত এসব ঘেরের কারণে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি জমিতে লবণাক্ততা বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে বাংলাদেশ কৃষক জোট আন্দোলন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক ইলাহী বলেন, ‘লোনা পানির চিংড়ি ঘের ক্রমান্বয়ে সাতক্ষীরার ফসলি জমি গ্রাস করছে। যেসব জমিতে বছরে তিনটি ফসল ফলত, সেখানে এখন লবণ পানি। ১৯৮০ সালের পর থেকে সাতক্ষীরার ছয়টি উপজেলার অন্তত ৬০ হাজার হেক্টর ফসলি জমি চিংড়ি ঘেরে চলে গেছে। এসব চিংড়ি ঘেরের কারণে সাতক্ষীরা অঞ্চলের কৃষি শ্রমিকরাও কর্মহীন হয়ে পড়ছেন। অনেকে কাজের সন্ধানে এলাকা ছেড়ে জেলার বাইরে চলে যাচ্ছেন।’

সাতক্ষীরার পরিবেশ আন্দোলনকর্মী সাকিবুর রহমান বাবলা জানান, নদী শাসন ব্যবস্থাকে অমান্য করে চিংড়ি ঘের মালিকরা ফসলি জমিতে লবণ পানি তুলছেন। এতে জমির শক্তি নষ্ট হচ্ছে। তাছাড়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন বাস্তবায়ন না হওয়ায় অহরহ জমির শ্রেণী পরির্বতন করা হচ্ছে। অন্যদিকে কৃষিজমি সুরক্ষা কমিটির কার্যক্রম না থাকায় এসব ফসলি জমিতে লবণ পানির চিংড়ি ঘের করা হচ্ছে, যা জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ জেলাকে কৃষিসমৃদ্ধ বলা হয়। কিন্তু যেভাবে চিংড়ি ঘের বাড়ছে, তাতে দ্রুত হারিয়ে যাচ্ছে তিন ফসলি জমি।

সাতক্ষীরার গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাকসুদুল আলম জানান, তার ইউনিয়নের চারদিকে শুধুই লবণ পানির চিংড়ি ঘের। দিন দিন তা বাড়ছে। এতে ফসলি জমিও আশঙ্কজনক হারে কমছে। তাছাড়া কৃষি শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছেন চিংড়ি ঘেরের কারণে। যে জমিতে একসময় ধান উৎপাদন হতো এখন তাতে লবণ পানির চিংড়ি হয়।

এ বিষয়ে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, ‘অতিমাত্রার লবণ পানি পরিবেশের জন্য হুমকির কারণ। দ্রুত এটি নিয়ন্ত্রণ করতে না পারলে ফসলি জমিসহ এলাকার গাছপালার ক্ষতি হবে। এরই মধ্যে সাতক্ষীরা জেলা মৎস্য বিভাগকে অনুরোধ করা হয়েছে পরিকল্পিত উপায়ে লবণ পানির ঘের করা এবং পানি উত্তোলনের নিয়মনীতি করার জন্য।’

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!