মঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ভারত সীমান্তে গুরুত্বপূর্ণ শহর দখলে নিল আরাকান আর্মি

প্রতিবেদক
the editors
জানুয়ারি ১৬, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সামরিক বাহিনীর হাত থেকে আরও একটি শহরের দখল নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। চিন রাজ্যে অবস্থিত পালেতোয়া শহরটি বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী এবং ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ।

অঞ্চলটি থেকে বাংলাদেশের দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার।
আরাকান আর্মি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, সমগ্র পালেতোয়া এলাকায় সামরিক বাহিনীর আর একটি ক্যাম্পও অবশিষ্ট নেই। তবে মিয়ানমারের সামরিক সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

অঞ্চলটিতে ভারতের অর্থায়নে কোটি কোটি ডলারের উন্নয়ন প্রকল্প চলমান। যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সেখানে বিনিয়োগ করেছে ভারত। ফলে স্বাভাবিকভাবেই পালেতোয়ায় সতর্ক দৃষ্টি থাকবে দিল্লির। ওই অঞ্চলের কালাদান নদীর বন্দরটিও এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ফলে ভারতীয় সীমান্তে যাতায়াতের সড়ক ও নৌ-পরিবহনের নিয়ন্ত্রণ হারিয়েছে দেশটির সরকার।

এছাড়া এই শহরে সামরিক সরঞ্জামসহ একটা ঘাঁটির দখল পাওয়ায় এখান থেকে রাখাইন রাজ্যে আরও আক্রমণ পরিচালনা করতে পারবে তারা।

রাখাইন রাজ্যের আরেক শহর কায়াকদো দখলে জান্তার বিরুদ্ধে যুদ্ধ করছে আরাকান আর্মি। আরাকান রাজ্যের রাজধানী সিতওয়ের সঙ্গে পুরো মিয়ানমারের যোগাযোগের মূল সড়ক পথটি গেছে এই শহরের মধ্য দিয়ে। তাই শহর রক্ষায় বিমান ও হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে টাটমাডো বাহিনী।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!