ডেস্ক রিপোর্ট: আজারবাইজানের বাকুতে শুরু হওয়া কপ২৯ সম্মেলনের প্রাক্কালে সাতক্ষীরায় পরিবেশবাদী সংগঠন স্বদেশ, ক্লিন ও বিডব্লিউজিডি নেটওয়ার্ক বৈশ্বিক তাপমাত্রা কমানোর দাবিতে প্রচারণা চালিয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শহিদ আঃ রাজ্জাক পার্কে এই প্রচারণার অংশ হিসেবে একটি প্রতীকী পৃথিবীকে জ্বলন্ত আগুনে পুড়ে যাওয়ার দৃশ্য প্রদর্শন করেন।
বিশ্বব্যাপী উষ্ণায়ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাপপ্রবাহ ও অতিরিক্ত গরমে জনজীবনে সৃষ্ট সংকট এবং পরিবেশের প্রতি তার ক্ষতিকর প্রভাব জনসম্মুখে তুলে ধরতে এই প্রচারণা কাজ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা ।
এই প্রচারণায় অংশ নিয়ে বক্তারা বলেন, আমাদের ভবিষ্যৎ পুড়ে যাচ্ছে, তাই তাপমাত্রা কমানো এখন সময়ের দাবি। তাপপ্রবাহের ফলে জনজীবন যে প্রতিনিয়ত বিপর্যস্ত হচ্ছে, তা তুলে ধরে তারা বলেন, প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির ফলে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।
তারা আরও বলেন, তাপপ্রবাহ এখন বর্তমান বাস্তবতা; তাই ভবিষ্যতের জন্য আমাদের নতুন পদক্ষেপ নিতে হবে।
স্বদেশ এর প্রধান নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত বলেন, বর্তমানে তাপপ্রবাহ জনজীবনে সংকট তৈরি করছে এবং আগামী প্রজন্মের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে। যদি এখনই আমরা গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমাতে উদ্যোগী না হই, তবে এ বিপর্যয়ের মূল মাশুল আমাদের সন্তানদেরই দিতে হবে।
কর্মসূচিতে অংশ নেন সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, আব্দুস সামাদ, সিদ্দীকুর রহমান, সিডো সংস্থার পরিচালক শ্যামল বিশ্বাস, মফিজুল ইসলাম, আজিজুল বারী প্রমুখ।
এসময় তারা আন্তর্জাতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে এবং তাপমাত্রা হ্রাসের মাধ্যমে একটি সুরক্ষিত পৃথিবী নির্মাণের আহ্বান জানান।