রবিবার , ৬ অক্টোবর ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কাটিয়া সরকারপাড়ায় চাঁদাবাজির অভিযোগে অস্ত্রসহ তিন ব্যক্তি আটক

প্রতিবেদক
the editors
অক্টোবর ৬, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার কাটিয়া সরকারপাড়ায় চাঁদাবাজি করার অভিযোগে অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী।

শনিবার (৫ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান উত্তরপাড়ার রেজাউল ইসলাম খোকন (৪৫), মোহাম্মদ আলী (৪০) ও সাইফুল ইসলাম (৪৬)।

কাটিয়া সরকারপাড়া এলাকার ভাড়াটে বাসিন্দা আব্দুল অহিদ সরদার জানান, আটক ব্যক্তিরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে ধরে স্থানীয় সাইফুলের দোকানে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে কাছে থাকা দুই হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। এসময় তারা মাথায় পিস্তল ঠেকিয়ে বাকী টাকা না দিলে হত্যার হুমকি দেয়। উপায়ন্তর না পেয়ে সেনাবাহিনীর কাছে অভিযোগ করি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, যৌথ বাহিনীর অভিযানে চাঁদার টাকা ও একটি ওয়ান শ্যুটারগানসহ তিনজনকে আটক করা হয়েছে।এঘটনায় ভুক্তভোগী অহিদ সরদার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!