রবিবার , ১৫ অক্টোবর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত আরিফুল স্মরণে সচেতনতা চত্বর স্থাপন

প্রতিবেদক
the editors
অক্টোবর ১৫, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার কপিলমুনিতে সড়ক দুর্ঘটনায় নিহত মেধাবী স্কুল ছাত্র আরিফুল ইসলাম সজীব স্মরণে সচেতনতা চত্বর স্থাপন করা হয়েছে।

কপিলমুনি ইউনিয়ন পরিষদ ও নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখা যৌথভাবে সড়ক দুর্ঘটনার স্থান উপজেলার সীমান্তবর্তী কাশিমনগরে এই সচেতনতা চত্বর স্থাপন করে।

রোববার (১৫ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সজীব সচেতনতা চত্বরের উদ্বোধন করেন নিসচার উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।

নিসচা’র উপজেলা সভাপতি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, সঞ্জয় কুমার, আব্দুর রহমান, নিহত সজীবের পিতা আজিজুর রহমান, মাতা আর্জিনা বেগম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এসএম মোস্তাফিজুর রহমান পারভেজ, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজু, নিসচার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, হেদায়েত আলী টুকু, ইউপি সদস্য রবিউল ইসলাম, সাংবাদিক তপন পাল, মহানন্দ অধিকারী মিন্টু,ফরিজুল ইসলাম, শ্যামপদ, শংকর দে ও হাফিজুর রহমান।এসময় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ জলিল।

উল্লেখ্য, গত ২ জুলাই উপজেলার সীমান্তবর্তী কাশিমনগরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় হরিঢালী গ্রামের আজিজুর রহমান ও আর্জিনা বেগমের একমাত্র ছেলে মেধাবী স্কুল ছাত্র আরিফুল ইসলাম সজীব ও তার নানী শাহিদা বেগম নিহত হন।নিহত সজীব কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম সেন্টপ্লাসিট স্কুল অ্যান্ড কলেজের ১০ শ্রেণির ছাত্র। মৃত্যুর পর সজীব আমেরিকায় ইংরেজি বিষয়ে লেখাপড়ার জন্য স্কলারশিপ পায়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!