শনিবার , ২০ জানুয়ারি ২০২৪ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ১

প্রতিবেদক
the editors
জানুয়ারি ২০, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার (২০ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার বেতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক শফিকুল জেলার দেবহাটা উপজেলার সেকেন্দার গ্রামের বাবর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে কয়েকজন ব্যক্তি এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা আদায় করে আসছিল। দুটি মোটরসাইকেল যোগে ঘুরে ঘুরে তারা এলাকার মানুষকে হয়রানি করে। ঘটনাটি জানার পর গ্রামের মানুষ সাবধান হয়ে যায়। শনিবার পুনরায় তারা ৩-৪ জন গ্রামে ঢোকে। এ সময় এলাকাবাসী শফিকুল ইসলাম নামে একজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, শফিকুল ইসলামের বিরুদ্ধে এলাকায় ডিবি পুলিশের দারাগো পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!