রবিবার , ২৮ জানুয়ারি ২০২৪ | ১৮ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আসছে তৌসিফ-পায়েলের ‘বউ বোঝে না-২’

প্রতিবেদক
the editors
জানুয়ারি ২৮, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক: মাস দশেক আগেই মুক্তি পেয়েছিলো তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল জুটির বিশেষ নাটক ‘বউ বোঝে না’। সিএমভির ব্যানারে মাসরিকুল আলমের এ নাটকটি এরমধ্যে প্রায় দুই কোটি ভিউ পেয়েছে শুধুমাত্র ইউটিউবের একটি চ্যানেলে। সোহাইল রহমানের চিত্রনাট্যে যেখানে দেখা গেছে দুজন মানুষের বিয়ের গল্প আর একটি আজব স্বপ্ন।
এর দশ মাসের মাথায় ফের একই টিম হাজির হচ্ছে তাদের নতুন গল্প নিয়ে। ‘বউ বোঝে না-২’ নামের এই নাটকে দেখা যাবে বিয়ে পরবর্তী হানিমুনের গল্প।

নির্মাতা মাসরিকুল জানান, প্রথম গল্প থেকে দর্শকদের দারুণ সাড়া পাওয়ার সূত্র ধরে আবারও তারা একই পাত্র-পাত্রী নিয়ে নির্মাণ করেছেন নতুন গল্প। প্রত্যাশা করছেন, এবারও দর্শকরা মুগ্ধ হবে নতুন দম্পতির হানিমুন জটিলতা দেখে।

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী জানান, শিগগিরই ‘বউ বোঝে না-২’ উন্মুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
preload imagepreload image