রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শিক্ষাদস্যু রবির পঞ্চপাণ্ডব কোথায়?

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ২২, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ (সদর) আসন ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে এমপি হন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। দুই মেয়াদে টানা ১০ বছর সংসদ সদস্য থাকার সময় তিনিসহ তার সহযোগীরা হয়েছেন বিত্তশালী। অবৈধভাবে অর্থ ও সম্পদ অর্জন করাই ছিল মূলত এমপি রবির নেশা। এ নিয়ে বছরজুড়েই থাকতেন আলোচনায়। নাম লিখিয়েছেন টেন্ডার-বাণিজ্যে, জড়িয়েছেন দুর্নীতি ও অপকর্মে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ-বাণিজ্য নিয়ন্ত্রণে গড়ে তোলেন পঞ্চপাণ্ডব। আর এসব বিষয় নিয়ে সংবাদ প্রকাশিত হলে তার রোষানল থেকে মুক্তি মেলেনি সংবাদপত্র-সাংবাদিক থেকে শুরু করে সাংবাদিক সংগঠনগুলোরও।

বিতর্কিত কর্মকাণ্ডের কারণে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও বড় ব্যবধানে পরাজিত হন মহাজোট প্রার্থীর কাছে।

এদিকে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক দিন আগেই গা ঢাকা দিয়েছেন তিনি।

যেভাবে শিক্ষাদস্যু হন এমপি রবি
২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পরই তার বিরুদ্ধে তিন ধাপে ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগে জনপ্রতি ৫ থেকে ১০ লাখ টাকা ঘুষ-বাণিজ্যের অভিযোগ ওঠে। ঘুষ নিয়েও ছেলেকে চাকরি না দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেন সদরের ব্যাংদহা গ্রামের নিমাই চন্দ্র ঢালী। তিনি অভিযোগ করেন, ব্যাংদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী পদে চাকরি পেতে ছেলে রাজকুমার ঢালীর জন্য তিনি সংসদ সদস্যকে ৪ লাখ ৫০ হাজার টাকা ঘুষ দিলেও ৬ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি বাগিয়ে নেন প্রতিদ্বন্দ্বী অসীম কুমার।

নিমাই চন্দ্র ঢালীর ছেলে রাজকুমার ঢালী বলেন, ‘চাকরি না হওয়ায় বাবা টাকা ফিরে পেতে দেনদরবার করলে সংসদ সদস্য ১ লাখ টাকা ফেরত দিয়েছিলেন। বাকি টাকার শোকে মস্তিষ্কে রক্তক্ষরণসহ প্যারালাইজড হয়ে অচল হয়ে পড়েন বাবা। সেই শোকে মারাও গেছেন তিনি।’
এ ছাড়া বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় নিয়োগ ও এমপিও-বাণিজ্যেও মীর মোস্তাক আহমেদ রবির সম্পৃক্ততার অসংখ্য অভিযোগ রয়েছে। তিনি স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে নিজের লোকদের বসিয়ে নিয়োগ ও এমপিও-বাণিজ্য করেছেন। নিজের বোন, পিএ, সিএ, এমনকি ছাতা ধরা কর্মচারীকেও করেছেন একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি।

ঢাকায় থাকা ছোট বোন রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগরের ক্লাব প্রেসিডেন্ট নাজনীন আরা নাজু কালেভদ্রে সাতক্ষীরায় আসেন। অথচ তাকে সাতক্ষীরা নবারুন উচ্চবালিকা বিদ্যালয়, ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজ ও ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের সভাপতি করে এমপি রবি নিজেই কলকাঠি নাড়তেন।

শুধু বোন নয়, রবির ব্যক্তিগত সহকারী মকসুমুল হাকিমকে করা হয়েছে সাতক্ষীরার রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সাতক্ষীরা সিটি কলেজের সভাপতি। রবির ভাইপো জিয়াউর বিন সেলিম জাদুকে বল্লী মো. মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, গোপনীয় সহকারী শেখ মাহফুজুর রহমানকে শিকড়ী বৈকারী-কুশখালী (বিকে) মাধ্যমিক বিদ্যালয় ও আগরদাড়ী আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি, শেখ মাহফুজুর রহমানের বাবা শেখ তৌহিদুর রহমান ডাবলুকে কাথণ্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার সভাপতি করা হয়।

এই পঞ্চপাণ্ডবই বিগত ১০ বছর নিয়ন্ত্রণ করেছেন সাতক্ষীরা সদরের স্কুল, কলেজ ও মাদ্রাসার নিয়োগ-বাণিজ্য।

এ ছাড়া নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের নিয়ম বা দাবি থাকলেও এমপি রবি তা হতে দেননি। তিনি নিজের লোককে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি বানিয়ে কমিটি চাপিয়ে দেন এবং তাদের মাধ্যমেই চলত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও কর্মচারী নিয়োগ-বাণিজ্য।

এমপি রবির বিরুদ্ধে আরও যত অভিযোগ
শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্নীতিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম, নারীঘটিত কেলেঙ্কারি, জুয়া, টেন্ডার-বাণিজ্যে নাম ওঠে এমপি রবি ও তার পরিবারের সদস্য এবং অনুসারীদের বিরুদ্ধে। তা ছাড়া বিভিন্ন সময়ে তার দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাতক্ষীরার স্থানীয় পত্রিকা অফিসসহ প্রেসক্লাবে হামলা চালান রবির পরিবারের সদস্য ও কর্মী-সমর্থকরা।

পত্রিকা অফিসে হামলা
দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় ২০১৭ সালের ২৯ মে সাতক্ষীরার ‘দৈনিক আজকের সাতক্ষীরা’ নামক একটি পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা চালান পরিবারের সদস্যরা। আর এ ঘটনায় রবির দুই ভাইসহ তিনজনের নাম উল্লেখ করে এবং চার-পাঁচজন অজ্ঞাতনামাকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় পত্রিকাটির তৎকালীন সার্কুলেশন ম্যানেজার আমির হোসেন খান চৌধুরী বাদী হয়ে মামলা করেন।

এ ছাড়া বিভিন্ন সময়ে সংবাদের শিরোনাম হয়েছেন সাতক্ষীরার এই সংসদ সদস্য। আর যে সংবাদকর্মী তার দুর্নীতি ও অপকর্ম নিয়ে রিপোর্ট করতেন, তাদের নিয়ে প্রকাশ্যে বাজে মন্তব্য করতেন তিনি। এসব কারণে ২০১৯ সালের ২০ মার্চ তাকে সাতক্ষীরা প্রেসক্লাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

জুয়াকাণ্ড
প্রেসক্লাবে এমপি রবিকে অবাঞ্ছিত করার চার দিন না যেতেই ২০১৯ সালের ২৫ মার্চ তার মামাতো ভাইয়ের বাড়ির জুয়ার আসরে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই সময় মুনজিতপুর এলাকায় এমপির মামাতো ভাই হায়দার আলী তোতার বাড়িতে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকাসহ ৯ জুয়াড়িকে আটক করে পুলিশ। অভিযোগ ছিল, এমপির ছত্রচ্ছায়ায় থেকে তোতা চালাতেন এই জুয়ার আসর। যে জুয়ার আয়ের একটি অংশ যেত এমপি রবির পকেটে।

প্রেসক্লাবে হামলা
জুয়াকাণ্ডের ঘটনায় সাতক্ষীরার সাংবাদিকরা একযোগে ফলাও করে সংবাদ প্রকাশ করলে ওই বছরের ৩০ মে প্রেসক্লাবে সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালানো হয়। আর এ হামলায় সাতক্ষীরা প্রেসক্লাবের তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদসহ ১০ সিনিয়র সাংবাদিক আহত হন।

ওই বছরের ২০ মার্চ সাংবাদিকের নিয়ে অসৌজন্যমূলক আচরণের কারণে রবিকে অবাঞ্ছিত ঘোষণা করে সাতক্ষীরা প্রেসক্লাব। এ ঘটনার আড়াই মাস পর ৩০ মে প্রেসক্লাব সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। এর মাত্র কয়েক ঘণ্টা পর ওই দিন প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

টেন্ডার-বাণিজ্য
বছরের পর বছরজুড়ে সংবাদের শিরোনাম হওয়া রবির বিরুদ্ধে ২০২৩ সালের আগস্টে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ৬ কোটি টাকার টেন্ডার-বাণিজ্যে প্রভাব খাটানোর অভিযোগ ওঠে। রবির মদদে তার গোপনীয় সহকারী মাহফুজুর রহমান হাসপাতালের ৬ কোটি টাকার টেন্ডারের শিডিউল ঠিকাদারদের কিনতে দেননি। আর এ-সংক্রান্ত কারণে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ইঞ্জিনিয়ার মো. শামীম নামে এক ব্যক্তি। এর আগে ২৪ আগস্ট পুলিশ সুপারের কাছেও একটি অভিযোগ করেন তিনি। তবে এ ঘটনার কোনো প্রতিকার পাননি বলে ওই সময়ে গণমাধ্যমকর্মীদের জানান ভুক্তভোগী শামীম।

১০ বছর শোষিত ভোমরা স্থলবন্দর
এমপি রবি তার ১০ বছরের শাসনামলে ভোমরা স্থলবন্দরের শ্রমিকদের শোষিত, নির্যাতিত, বঞ্চিত করেছেন। এই স্থলবন্দরের ব্যবসায়ীদের থেকে তিনি বিপুল পরিমাণ চাঁদা আদায় করতেন। তার কারণে ব্যবসায়ীরা ভোমরা বন্দর থেকে মুখ ফিরিয়ে নেন। যার প্রভাব পড়ে ভারত-বাংলাদেশের আমদানি ও রপ্তানি কার্যক্রমে। আর এ ঘটনায় ২০২৩ সালে যখন সাধারণ শ্রমিকরা প্রতিবাদ করেন, তখন এমপি রবি শ্রমিকদের পরিশ্রমের মূল্যও আটকে দেন। তার হাত থেকে রক্ষা পায়নি ভোমরার বাথরুম। সংসদ সদস্য থাকার সময় ভোমরার পাবলিক টয়লেট থেকে দৈনন্দিন চাঁদার টাকা নিতেন তিনি।

এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে এমপি রবির মতো নেতারা অনেকাংশে দায়ী জানিয়ে জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রবি সংসদ সদস্য থাকার সময় দলের নেতা-কর্মী ও সাধারণ জনগণকে অবমূল্যায়ন করেছিলেন। সাতক্ষীরাকে তার বাপ-দাদার সম্পত্তি মনে করেছিলেন। তার দুর্নীতির বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন, তিনি তাদের কোণঠাসা করেছেন। এ জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি রবির দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের শপথ করে জেলা আওয়ামী লীগের নেতারা রবির বিপক্ষে অবস্থান নিয়ে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির আশুর পক্ষে অবস্থান নেন।

এ নিয়ে সাতক্ষীরা সদর-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু বলেন, রবির আমলে জেলায় সন্ত্রাসী কার্যক্রম গড়ে তোলা হয়। এ নিয়ে ক্ষোভ ছিল দলীয় নেতা-কর্মীসহ সাধারণ জনগণের মধ্যে। এ জন্য দ্বাদশ জাতীয় নির্বাচনে সাতক্ষীরার সর্বস্তরের জনগণ আওয়ামী লীগ নেতা রবির পক্ষে অবস্থান না নিয়ে তার পক্ষে অবস্থান নেন এবং তিনি বিজয় লাভ করেন।

শ্বেতপত্র প্রকাশ হবে কি না প্রশ্নের উত্তরে আশরাফুজ্জামান বলেন, ‘আমার নির্বাচনি ওয়াদার প্রথমটা ছিল রবির দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা। আর সেই শ্বেতপত্র জনসমক্ষে আনতে এবং দেশবাসীকে জানাতে কার্যক্রমও গ্রহণ করা হয়। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই কার্যক্রম বন্ধ হয়ে যায়।’ নির্বাচনি ওয়াদা মোতাবেক শিগগিরই তার দুর্নীতি ও অনিয়মের শ্বেতপত্র জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

সূত্র: খবরের কাগজ

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!