আন্তর্জাতিক ডেস্ক: উত্তর বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকসহ ৪০ জন নিহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদলু এ তথ্য জানিয়েছে।
উত্তরাঞ্চলের মহাসচিব কুইলগা আলবার্ট জংগো বলেছেন, স্থানীয় সময় শনিবার বিকেল ৪টার দিকে সৈন্য এবং বেসামরিক স্বেচ্ছাসেবকদের একটি দলকে লক্ষ্য করে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়। ঘটনাস্থলটি ওউহিগুয়া শহরের প্রায় ১৫ কিলোমিটার উত্তর-পূর্বে আওরেমা গ্রামের কাছে অবস্থিত।
তিনি বলেন, সেখানে ৩৪ জন স্বেচ্ছাসেবক এবং ছয়জন সৈন্য ছিলেন। হামলায় আরও ৩৩ জন আহত হয়েছেন।
মূলত নিরাপত্তাহীনতায় জর্জরিত বুরকিনা ফাসো। প্রতিবেশী মালি থেকে দেশটিতে বিদ্রোহ ছড়িয়ে পড়ে।
গত সপ্তাহে, উত্তর বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলে দুটি পৃথক সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪৪ জন বেসামরিক নিহত হন।