পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় দেলুটি ইউনিয়নের গাছুয়া-নদীতে অবৈধভাবে আড়াআড়ি বাঁধ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার দেলুটি ইউনিয়নের দেলুটী এবং জীরবুনিয়া গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে এই নদী। নদীটির দৈর্ঘ্য সাড়ে তিন কিলোমিটার। যা মাছ উৎপাদন ও পানি নিষ্কাশনের জন্য উন্মুক্ত। স্থানীয় এলাকাবাসীই এর উপকার ভোগ করে। কিন্তু জনস্বার্থ জলাঞ্জলি দিয়ে নদীতে অবৈধভাবে বাধ নির্মাণ করা হচ্ছে।
সরেজমিনে জানাগেছে, গড়ইখালি ইউনিয়নের প্রভাবশালী মৎস্য ঘের ব্যবসায়ী মনিরুল সরদার, জীরবুনিয়া গ্রামের নিজাম গাজী, মান্দার ঢালী ও নিমাই ঢালী স্কেভেটর দিয়ে মাটি কেটে নদীতে অবৈধভাবে আড়াআড়ি বাঁধ নির্মাণ করছেন ।ইতোপূর্বে একই স্থানে সরকারিভাবে ৫০ হাজার টাকা ব্যয়ে দুই গ্রামের মানুষের পারাপারের জন্য বাঁশের সাকো নির্মাণ করা হয়।
এ ব্যাপারে ঘের ব্যবসায়ী মনিরুল সরদারের কাছে বাধ নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, বিষয়টি শুনেছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে এলাকাবাসী নদীতে অবৈধ বাধ নির্মাণ বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।