শনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

গাবুরায় বাঁধ রক্ষাকারী চরের গাছ কাটার ঘটনায় ২০ জনের নামে মামলা

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ

সুলতান শাহাজান, শ্যামনগর: আইলা বিধ্বস্ত গাবুরার বাঁধ রক্ষাকারী চরের গাছ কাটার ঘটনায় ২০ জনের নামে মামলা হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে আরও অজ্ঞাতনামা ১০০ জনকে।

সোমবার (২৯ জানুয়ারি) গাবুরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল সরকার বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গাবুরায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাঁদনীমুখা হাট সংলগ্ন এলাকায় মেগা প্রকল্পের ২০৯০ মিটার এলাকায় বেড়িবাঁধের কাজ চলছে। এ বেড়িবাঁধের কাজ করতে যেয়ে কপোতাক্ষ নদীর পাড়ে থাকা বাঁধ রক্ষাকারী চরের বিভিন্ন প্রজাতির ৩ হাজারের অধিক গাছ কেটে ফেলেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনসহ স্থানীয়রা।

লক্ষ লক্ষ টাকা মূল্যের গাছগুলো নিয়ে স্থানীয়রা জ্বালানি থেকে শুরু করে নিজেদের বিভিন্ন কাজে ব্যবহার করেছেন।

পরিবেশ কর্মী হাফিজুর রহমান হাফিজ জানান, এ যেন হরিলুটের বাতসা, যে যেভাবে পারছে লুটে নিচ্ছে। এভাবে গাছ কর্তন হতে থাকলে হুমকির মুখে পড়বে পরিবেশ। মামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!