স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব- ১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শিরোপা ধরের রাখার মিশনে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকার।
প্রতিপক্ষ ভারতকে ভয় পান না বলে জানিয়েছেন তিনি। তার মতে, বাংলাদেশ-ভারত সমমানের দল।
সাম্প্রতিক সময়ে নারী ফুটবলে বাংলাদেশ-ভারত লড়াই বাড়তি উত্তেজনার খোরাক জোগায়। গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ ভারতকে হারিয়েছে। সাগরিকার শেষ মুহুর্তের গোলে জয় পায় স্বাগতিকরা। তাই ফাইনালেও জয়ের ব্যাপারে আশাবাদী আফঈদা। তার মতে, দুই দলের শক্তিমত্তা প্রায় সমান। তাই প্রতিপক্ষকে ভয়ের কারণ দেখেন না তিনি। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘সবাই ভাবে ভারতের নাম শুনলে আমরা ভয় পাই। আসলে বিষয়টা তেমন না। ভারত যেমন খেলে আমরাও তেমনই খেলি। গত ম্যাচেও আপনারা দেখেছেন। ’
ভারতের বিপক্ষে ফাইনাল নিয়ে কোনও বাড়তি চাপ নিচ্ছে না বাংলাদেশ। নিজেদের পরিশ্রমের ওপর আস্থা রাখছেন আফঈদারা। তিনি বলেন, ‘ফাইনাল ম্যাচের জন্য যতটুকু টেনশন থাকার অতটুকুই আছে, এর বেশি না। আমরা যতটুকু কঠোর পরিশ্রম করেছি ঐটার ওপর আমার আত্মবিশ্বাস আছে। এ নিয়েই আগামীকাল মাঠে নামবো আমরা,’ যোগ করেন তিনি।