স্পোর্টস ডেস্ক: ৪৭তম জাতীয় অ্যাথলেটিকসের শেষ দিনে আজ আরও তিনটি স্বর্ণ জিতেছেন বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। গতকাল শুক্রবার ১৫তম বারের মতো দ্রুততম মানবী হয়েছেন।
আজ শনিবার দিনের তিন ইভেন্টেও স্বর্ণ জিতেছেন তিনি। এক ইভেন্টে নিজের রেকর্ড ভেঙেছেন।
স্বর্ণ জিতেছেন ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে। দুপুরে ২০০ মিটার ইভেন্টে নিজের রেকর্ড ভেঙে স্বর্ণ জিতেছেন ২১.৬৮ সেকেন্ডে। রেকর্ড গড়ার পর ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতেও স্বর্ণপদক জিতেছেন।
শিরিনের বয়স ত্রিশ বছরের কাছাকাছি। এই বয়সেও ট্র্যাকে অপ্রতিরোধ্য। এই প্রসঙ্গে শিরিনের মন্তব্য, ‘আসলে বয়স বলতে কিছু নেই। ২০১৩ থেকে সিনিয়র খেলি! প্রায় ১২ বছর। ক্লাস সেভেন থেকে আমি দ্রুততম বালিকা, দ্রুততম কিশোরী হয়েছি। দ্রুততম মানবী হয়েছি, যেটা এবার ১৫তম বারে এসে দাঁড়াল। ২০০ মিটারের রেকর্ডটিও আমার ছিল (২৪.৯৭), সেটি আবার নতুন করে মজবুত করতে পেরেছি, নতুন রেকর্ড গড়তে পেরেছি, এটা আসলে অসাধরণ। কোচ আমার জন্য অনেক পরিশ্রম করেছেন। আগেও বলেছি আর কিছু কিছু মানুষ আছে, যারা পেছন থেকে আমাকে অনেক সাপোর্ট করে, যে জন্য আমি নিজের কাজটা করতে পারছি। ’
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করা এই অ্যাথলেট ৪০০ মিটারে একটা পর্যায়ে পিছিয়ে ছিলেন। শেষ ১০০ মিটার বিদ্যুৎ বেগে দৌড়ে পেছনে ফেলে দেন সবাই। জানালেন শেষ ১০০ মিটারের দৌড়টা তিনি দিয়েছিলেন দর্শকদের জন্য। শিরিন বলেন, ‘৩০০ মিটার পর্যন্ত আমি আমার মতো দৌড়েছিলাম, বাকিটা দর্শকের জন্য দৌড়েছি। আমি জানি না, আল্লাহ আমাকে কিভাবে নিয়ে এলেন, আমার মনে হয় টাইমিং ধরলে চারশ মিটারে এটা সেরা টাইমিং। আমার কাছাকাছি কেউ থাকলে আমি ফিনিশিং লাইন স্পর্শ করতে পারব–এমনটা আশা করেছিলাম, আল্লাহ যদি চায়, আল্লাহর অশেষ রহমত। ’