কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইম স্কেল, ল্যামগ্রান্ট ও পদোন্নতির দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) মধ্য বামিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করে উপজেলা জাতীয়করণকৃত শিক্ষক সমিতি।
প্রধান শিক্ষক মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, মোঃ আঃ খালেক, মোজাফফর হোসেন, মোঃ রেজাউল ইসলাম, অমল কৃঞ্চ বাইন, বন্কিম চন্দ্র মন্ডল, সাবিনা ইয়াসমিন মিতা, সহকারী শিক্ষক আঃ অদুদ প্রমুখ।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, কোনো পরিপত্র, আদেশ ও নিদের্শনা ছাড়াই কয়রা উপজেলা হিসাব রক্ষণ অফিস জাতীয়করণকৃত শিক্ষকদের টাইম স্কেল ও ল্যামগ্রান্টের টাকা কর্তন করছে। এটা কোনোভাবেই কাম্য নয়।
বক্তারা আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের দাপ্তরিক জটিলতার কারণে হিসাব রক্ষণ অফিস আমাদের টাইম স্কেল ও ল্যামগ্রান্টের অর্থ কেটে নিচ্ছে। এজন্য অবসর গ্রহণকারীরা ৫ থেকে ৭ লক্ষ টাকা কম পাচ্ছেন। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে এই জটিলতা নিরসনের দাবি জানান।
এর আগে একই দাবিতে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।