আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচি পুলিশ কার্যালয়ে (কেপিও) সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ৮ থেকে ১০ জন সশস্ত্র বন্দুকধারী শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কার্যালয়টির পেছনের প্রবেশ পথ দিয়ে ঢুকে এই হামলা চালায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে এরই মধ্যে দুইজন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানা গেছে।
করাচির পুলিশ প্রধান দেশটির গণমাধ্যমকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সন্ত্রাসীরা অফিসে প্রবেশের সঙ্গে সঙ্গেই নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার কমান্ডোরা ওই পুলিশ কার্যালয়টি ঘিরে রেখেছেন।
ডিআইজি বালোচ দেশটির গণমাধ্যমকে জানিয়েছেন, ‘একটি বিশেষ প্রশিক্ষিত দল ঘটনাস্থলে আসছে। আমরা সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা করছি, জীবিত অথবা মৃত’।