সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মুন্সিগঞ্জের দিক থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১২-৭২৬৪) শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে বংশীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজবাইক চালকসহ ৩জন আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতদের মধ্যে ইজিবাইক চালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- ইজিবাইক চালক মুন্সিগঞ্জের কালিনগর এলাকার পরিতোষ জোয়ারদার (৫০), মুন্সিগঞ্জ সাধুপাড়া এলাকার বিষ্ণুপদ মন্ডলের স্ত্রী শিবানী মন্ডল (৩৫) ও তার কন্যা ঋতু মন্ডল (১২)।
অপরদিকে, উপজেলার হায়বাতপুর-নওঁয়াবেকী সড়কের প্রযুক্তি ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন এলাকায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা এসএসসি পরীক্ষার্থী মোঃ রিপন গাইন ও নবম শ্রেণীর শিক্ষার্থী মিশকাত আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর মধ্যে আহত মিশকাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহিনুর রহমান বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাঁদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।