ডেস্ক রিপোর্ট: খ্রিস্টান ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছেন সাতক্ষীরার সুব্রত হালদার।
সম্প্রতি সিলেটের লক্ষীপুর খ্রিস্টান ধর্মপল্লীতে অনুষ্ঠিত ৩৯তম জাতীয় খ্রিস্টান যুব দিবসে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন এ্যাপিসকপাল ইয়ুথ কমিশন বাংলাদেশ-এর সভাপতি আর্চ বিশপ লরেন্স সুব্রত হালদার, সিএসসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোপের প্রতিনিধি হলি সিটি (ভ্যাটিকান) এর রাষ্ট্রদূত কেভিন রেন্ডাল এ্যাপলস্টিক নূনসিও। এতে বাংলাদেশের আটটি খ্রিস্টান ধর্মপ্রদেশ থেকে প্রায় ৫০৮ জন যুবক-যুবতি, ৪৫জন যাজক এবং ৪০ জন বিভিন্ন সম্প্রদায়ের সিস্টার অংশগ্রহণ করেন।
সুব্রত হালদার শুভ ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক এবং কোস্টাল ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিওয়াইডিএফ)-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক।