ডেস্ক রিপোর্ট: ‘করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে জাতীয় বীমা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের নিউমার্কেট মোড় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সরোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার এস এম আকাশ, সহকারী কমিশনার নুসরাত জাহান অনন্যা, পপুলার ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মোঃ কবিরুল ইসলাম, প্রগতি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের কাজী আব্দুর রহমান, মেট লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মোড়ল কামরুজ্জামান, ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের আ.দ.ম মাহবুবুর রহমান, ফাইরক্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের এস এম নুরুল ইসলাম, রুপালী লাইফ কোম্পানি লিমিটেডের গঙ্গাধর দফাদর, জীবন বীমা কর্পোরেশনের শেখ রেফাজুর রহমান, এন আর বি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের হযরত আলী, বেঙ্গল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের আমিনুল ইসলাম প্রমুখ।