ডেস্ক রিপোর্ট: ৪২তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩-২৪ এর সাতক্ষীরা ভেন্যুর উদ্বোধনী খেলায় ৩ রানে জয় পেয়েছে সিলেট জেলা ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রোববার (০৩ মাচ) সাতক্ষীরা স্টেডিয়ামে ৪২তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে সিলেট জেলা ক্রিকেট দল টসে জিতে প্রথমে ব্যাট করে ৪৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৩৩ রান সংগ্রহ করে।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে জামালপুর জেলা ক্রিকেট দল সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৩০ রান করতে সক্ষম হয়। ফলে সিলেট জেলা ক্রিকেট দল ৩ রানে জয়লাভ করে।
এর আগে সকালে বর্ণাঢ্য আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৪২তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩-২৪ এর সাতক্ষীরার ভেন্যুর খেলা উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন।
সাতক্ষীরার জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি’র
সভাপতিত্বে সাতক্ষীরার ভেন্যুর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাজেক্রীস যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন ও মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য মো. আব্দুল মান্নান, কাজী আকতার হোসেন, মির্জা মনিরুজ্জামান কাকন, শেখ হেদায়েতুল ইসলাম, লুৎফর রহমান সৈকত, ইকবাল কবির খান বাপ্পি, ফারহা দীবা খান সাথী ও শিমুন শামস, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল প্রমুখ।
উদ্বোধনী খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় সিলেট জেলার মাহাতহিম প্রত্যয়।
সোমবার একই মাঠে পটুয়াখালী ও লক্ষ্মীপুর জেলা দল পরস্পরের মুখোমুখি হবে।