ডেস্ক রিপোর্ট: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেছেন, নারীরাই পারে সকল প্রতিবন্ধকতা মাড়িয়ে সামনে এগিয়ে যেতে, জয়ী হতে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। সরকার সমাজে সমতা প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারের সদিচ্ছাতেই প্রতিটি সেক্টরে নারীরা সফলভাবে কাজ করছে। সরকার প্রদত্ত সুযোগ সুবিধা কাজে লাগিয়ে নারীদেরই নিজের পথে তৈরি করে নিতে হবে।
শুক্রবার (০৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অফস্) মো. আমিনুর রহমান, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা মুহিদ বুলু, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম শফিউল আযম, নারীনেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক প্রমুখ।
আলোচনা সভার মাঝে কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক শিরিনা আক্তার পরিবেশিত ‘আমরা কন্যা, আমরা ভগ্নি, আমরা জায়া জননী, আমরা যে নারী আলোর দিশারী আমরা লক্ষ্মী সরুপিনী’ গানটি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে নারী দিবসের কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।
পরে একটি শোভাযাত্রা শহরের শহীদ আব্দুল রাজ্জাক পার্ক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সফল নারী প্রশিক্ষণার্থী রাবেয়া সুলতানাকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়। এছাড়া সফল নারী উদ্যোক্তা ফাতেমা আক্তার ও ফাতেমা খাতুনকে সম্মাননা প্রদান করা হয়।