ডেস্ক রিপোর্ট: ৪২তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় (২০২৩-২৪) নরসিংদী জেলাকে ২ উইকেটে পরাজিত করেছে সাতক্ষীরা জেলা দল।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চাঁদপুর স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে নরসিংদী জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫টি উইকেট হারিয়ে ২৫৬ রান করে। দলের ফাহিম ৫৯ রান ও উদয় ৫১ রান করে। সাতক্ষীরা জেলা দলের আরিফ ২টি উইকেট লাভ করে।
জবাবে সাতক্ষীরা জেলা দল ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ৮টি উইকেট হারিয়ে ২৫৭ রান করে। ফলে সাতক্ষীরা জেলা ২ উইকেটে জয়লাভ করে। দলের তানভির ৫১, রাসেল ৬০, সালমান ৩৬, আসিফ ৩১ রান করে।
দলের সাথে কোচ হিসাবে আছেন মুফাচ্ছিনুল ইসলাম তপু ও মোঃ আলতাফ হোসেন।