রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সিরিজ নির্ধারণী ম্যাচের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ

প্রতিবেদক
the editors
মার্চ ১৭, ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পরাজয়ের পর প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ে ওডিআই সিরিজ শুরু করেছিল টাইগাররা। তবে শ্রীলঙ্কা পরের ম্যাচেই ঘুরে দাড়িয়ে সিরিজে সমতা নিয়ে আসে। সোমবার (১৮ মার্চ) সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ওয়ানডেটি এ কারণে পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। তবে শেষ ওয়ানডের আগে সফরকারী শিবিরে এসেছে দুঃসংবাদ।

চোটের কারণে তারকা পেসার দিলশান মাদুশাঙ্কা দল থেকে ছিটকে গেছেন । শেষ ম্যাচে তাকে ছাড়াই খেলতে নামবে কুশাল মেন্ডিসের দল।

মাদুশঙ্কার চোটের এমআরআই রিপোর্ট অবশ্য ভালো আসেনি। শ্রীলঙ্কা ক্রিকেট আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে ফিরে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার কাজ শুরু করবেন।

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪৪ ও ৩০ রানে ২টি করে উইকেট নিয়েছিলেন তিনি। তবে টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ খেলে কোনো উইকেট পাননি।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি আগামীকাল সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম দুই ম্যাচ ১-১ সমতায় থাকায় ম্যাচটি হতে যাচ্ছে সিরিজ নির্ধারণী। এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাদুশঙ্কাকে পাচ্ছে না শ্রীলঙ্কা।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!