দেবহাটা প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভিজিএফ’র চাল পেয়েছেন দেবহাটার পারুলিয়া ইউনিয়নের ৬০৪টি অসহায় পরিবার।
মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সার্বিক তত্ত্বাবধানে পারুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের হতদরিদ্র ও অসহায় ৬০৪টি পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলামসহ ইউনিয়ন পরিষদের সদস্য এবং সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।