শুক্রবার , ৫ এপ্রিল ২০২৪ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বাংলাদেশি ২৭ জেলেকে ফেরত দিল ভারতীয় কোস্টগার্ড

প্রতিবেদক
the editors
এপ্রিল ৫, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): বিকল হয়ে ভেসে ভারতের জলসীমায় চলে যাওয়া বাংলাদেশি ফিশিং বোট সাগর-২ এর ২৭ জেলেকে উদ্ধারের পর বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্য রেখায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান এর কাছে এসব জেলেকে হস্তান্তর করেন ভারতীয় কোস্টগার্ড।

শুক্রবার (৫ এপ্রিল) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গত সোমবার (১ এপ্রিল) চট্টগ্রামের কুতুবদিয়া হতে এফভি সাগর-২ নামক একটি ফিশিং বোট ২৭ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। হঠাৎ বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং স্রোতে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। বিষয়টি ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস আমোঘ এর নজরে আসলে তারা দ্রুত জেলেসহ বোটটিকে উদ্ধার করে এবং বাংলাদেশ কোস্ট গার্ডকে জানান।

উদ্ধারের পর উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ২৭জন জেলেকে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা রেখায় বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ কামরুজ্জামানের কাছে হস্তান্তর করেন ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস আমোঘ।

এরপর শুক্রবার (৫ এপ্রিল) মোংলা ফেয়ারওয়ে বয়ার কাছে সকল জেলেকে বোটসহ মহাজনের কাছে হস্তান্তর করে কোস্ট গার্ড পশ্চিম জোন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!