ডেস্ক রিপোর্ট: ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, মানসম্মত প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার প্রাথমিক শিক্ষকদের অংশগ্রহণে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা, ইন্সট্রাক্টর সোলাইমান তালুকদার প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আক্তারুজ্জামান বেলাল, সাধারণ সম্পাদক ও খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শাহাব সাজু।