স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ; এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু পাকিস্তানের দলের অবস্থা তেমন ভালো না। যে কারণে খেলোয়াড়দের শক্তি বাড়াতে ও ফিটনেস পরীক্ষার জন্য তাদেরকে পাঠানো হয় সেনাবাহিনীর ট্রেনিংয়ে। ট্রেনিংয়ে পাঠানো ২৯ ক্রিকেটারের মধ্যে ছিলেন স্থুলাকার দেহের আজম খানও।
সবাইকে চমকে দিয়ে সেনাবাহিনীর সেই ট্রেনিংপর্ব ভালোভাবেই শেষ করেন আজম খান। এবার লক্ষ্য নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে ভালো কিছু করা। কিন্তু সেই ভালোটা আর করা হলো না আজম খানের। রাওয়ালপিন্ডিতে সিরিজ শুরুর আগে অনুশীলন করতে নেমে চোটে পড়লেন তিনি।
চোট পরীক্ষার জন্য আজমের হাঁটুর নিচের অংশে রেডিওলজি করা হয়। রিপোর্টে দেখা যায়, তার ডানপায়ের হাঁটুর নিচের পেশি ছিড়ে গেছে তার। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজ থেকেই ছ্টিকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
চোটের বিষয়টি স্পর্শ হওয়ার পর আজম খানকে ১০ দিনের বিশ্রামে পাঠানোর পরামর্শ দিয়েছে মেডিক্যাল প্যানেল।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে জানানো হয়েছে, চোট কেটে উঠতে পুনর্বাসনের জন্য রাওয়ালপিন্ডি ছেড়ে লাহোরের ন্যাশনাল একাডেমিতে যোগ দিয়েছেন আজম খান। সেখানেই তার পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হবে। তার দেখাশোনায় মেডিক্যাল প্যানেল থাকবে।
পাকিস্তানের মারকুটে ব্যাটার আজম খান আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নিজের সামর্থ্যের কোনো কিছুই দেখাতে পারেননি। জাতীয় দলের মাত্র ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। রান করেছেন ৪.৮৩ গড়ে ২৯।
সবুজ জার্সিতে না পারলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দানবীয় ব্যাটিং করেন আজম খান। পাকিস্তান সুপার লিগের সর্বশেষ আসরেও ইসলামাবাদ ইউনাইটেডকে শিরোপা জিতিয়েছেন তিনি। ১০ ইনিংসে ১৭২ স্ট্রাইকরেটে করেছেন ২২৬ রান।