রিজাউল করিম: ২১ এপ্রিলকে সাতক্ষীরা গণহত্যা দিবস ঘোষণা ও বধ্যভূমি স্মৃতিস্মারক নির্মাণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ এপ্রিল) সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে দিনেশ কর্মকারের বাড়ি (বধ্যভূমি) চত্বরে ৭১’র বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ৭১’র বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. ফাহিমুল হক কিসলুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু।
দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুল আলম, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক ই এলাহী, সাবেক শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম, অ্যাড. ওসমান গনি, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, সিপিবি নেতা আবুল হোসেন, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সনাক সভাপতি হেনরী সরকার, উদীচীর সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, সুশীলনের মনিরুজ্জামান, অ্যাড. লোদী প্রমুখ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও সাতক্ষীরার সবচেয়ে বড় বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ না নেওয়া অত্যন্ত হতাশাজনক। পূর্বেকার জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের অবহেলায় ইতোমধ্যে বধ্যভূমিস্থল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনের দিনেশ কর্মকারের বাড়ি চত্বর দখল হয়ে গেছে। বিষয়টি নিয়ে এখনো ছেলে খেলা চলছে। প্রশাসনের কর্মকর্তারা বারংবার আশ্বাস দিলেও এখনো বধ্যভূমি সংরক্ষণ বা শহীদ স্মৃতিসৌধ নির্মাণের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি।
বক্তারা ২১ এপ্রিলকে সাতক্ষীরা গণহত্যা দিবস ঘোষণা ও বধ্যভূমি স্মৃতিস্মারক নির্মাণে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু বলেন, দ্রুততার সাথে বধ্যভূমি সংরক্ষণ ও শহীদ স্মৃতিসৌধ নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এর আগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনের দিনেশ কর্মকারের বাড়ি চত্বরে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এছাড়া সন্ধ্যায় শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ২১ এপ্রিল তৎকালীন টাউন হাইস্কুলে আশ্রয় নেওয়া অসংখ্য শরণার্থীকে গুলি করে হত্যা পূর্বক স্কুলের পিছনের দিনেশ কর্মকারের বাড়ির সামনে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়।