মঙ্গলবার , ২৩ মে ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

দেবহাটায় ওয়ার্ল্ড ভিশন’র শেয়ারিং সভা

প্রতিবেদক
admin
মে ২৩, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত সকল প্রকল্পের কার্যক্রম নিয়ে শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভা কক্ষে দেবহাটা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান।

ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ও সুশীলন কর্তৃক বাস্তবায়িত দেবহাটা এরিয়া প্রোগ্রামের ম্যানেজার টিপু সুলতানের সঞ্চালনায় সভায় তথ্যচিত্র উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লাবলু খান।

সভায় জানানো হয়, সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম, উত্তরণের বাস্তবায়নে ইয়্যুথ এমপাওয়ার্ড প্রজেক্ট ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আওতায় উপজেলার শিশু, যুবক-যুবতী, মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্থানীয় প্রতিষ্ঠান ও স্থানীয় সরকারের সাথে অ্যাডভোকেসি, অসচ্ছল পরিবারে জীবিকায়নের সহায়তা ও কমিউনিটির মানুষের অংশীদারিত্ব ও মালিকানাসহ স্পন্সরশীপ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সভায় অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রাণিসম্পদ অফিসার তহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. পলাশ দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!