সোমবার , ১৭ এপ্রিল ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

৬৩ বছর বয়সে কন্যাসন্তানের বাবা হলেন গায়ক

প্রতিবেদক
admin
এপ্রিল ১৭, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক: ষষ্ঠবারের মতো বাবা হলেন মালয়েশিয়ার পপশিল্পী জামাল আবদিল্লাহ। ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তার ২৭ বছরের স্ত্রী ইজ্জাতি। কুয়ালালামপুরের একটি বেসরকারি হাসপাতালে পৃথিবীর আলো দেখেছে তাদের শিশুকন্যা। খবর হারিয়ানা মেট্রোর।

জামাল জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ মেনে অস্ত্রোপচার করে জন্ম হয়েছে সন্তানের। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।

৬৩ বছর বয়সে বাবা হয়ে বেশ উচ্ছ্বসিত এই সংগীতশিল্পী। তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসে আমাদের মেয়ে জন্মেছে। পরিবারে নতুন সদস্যের উপস্থিতিতে এবারের ঈদ আরও আনন্দে কাটবে।’

কন্যার নাম রেখেছেন রাহিল লরা সালসাবিল ইয়ামানি। ২০১৭ সালের ১ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন জামাল আবদিল্লাহ ও ইজ্জাতি। কন্যা রাহিলের আগে তাদের আরও তিন সন্তান রয়েছে। যাদের বয়স যথাক্রমে ১, ২ ও ৩ বছর।

ইজ্জাতি তার চতুর্থ স্ত্রী। এর আগে তিনটি বিয়েই ভেঙে গেছে জামালের। আগের বৈবাহিক সম্পর্কে তার দুই পুত্রসন্তান রয়েছে।

তাদের মধ্যে ওসামা ইয়ামানির বয়স ২১ বছর ও হামদান জাকি ইয়ামানির বয়স ১৭ বছর। দুই পুত্রই বাবার পদাঙ্ক অনুসরণ করে গায়ক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

প্রায় পাঁচ দশকের সংগীতজীবন জামালের। মালয়েশিয়ার জনপ্রিয় গায়কদের মধ্যে তিনি অন্যতম। মালয়েশিয়া ছাড়াও সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে তার গান মুগ্ধ করেছে শ্রোতাদের। গান গাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি সিনেমা ও ড্রামাতেও অভিনয় করেছেন জামাল আবদিল্লাহ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!