শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কয়রায় তক্ষক সাপ উদ্ধার, অবশেষে সুন্দরবনে অবমুক্ত

প্রতিবেদক
star kids
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৮:৫২ অপরাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আঃ সালামের বাড়ির পাশের একটি গাছ থেকে তক্ষক সাপ উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে বড় আংটিহারা এলাকা থেকে তক্ষকটি উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, স্থানীয়রা ইউপি সদস্য মোঃ আঃ সালামের বাড়ির পাশের একটি গাছ থেকে তক্ষক সাপ দেখতে পেয়ে বিষয়টি বন বিভাগকে জানায়। তাৎক্ষণিক সুন্দরবনের খাঁশিটানা বন টহল ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তক্ষক সাপটি উদ্ধার করে। উদ্ধারের পর স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে খাঁশিটানা বন টহল ফাঁড়ির আওতাধীন সুন্দরবনে তক্ষকটি অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খাঁশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, স্থানীয়দের ধারনা একটি সংঘবদ্ধ পাচারকারী তক্ষকটি বিক্রি করার জন্য কারো বাড়িতে লুকিয়ে রাখে। সেখান থেকে তক্ষক সাপটি যেভাবেই হোক বাহির হয়ে গাছে উঠে আসে।

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক( এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সাথেই বনকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করে। অতঃপর সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!