বুধবার , ২৪ এপ্রিল ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

পুনরায় চালুর লক্ষ্যে সুন্দরবন টেক্সটাইল মিলস পরিদর্শনে আশরাফুজ্জামান আশু ও নজরুল ইসলাম

প্রতিবেদক
the editors
এপ্রিল ২৪, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: পুনরায় চালুর লক্ষ্যে সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস পরিদর্শন করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।

বুধবার (২৪ এপ্রিল) তারা সুন্দরবন টেক্সটাইল মিলস পরিদর্শন করেন।

এসময় সুন্দরবন টেক্সটাইল মিলের সার্বিক পরিস্থিতি তাদের অবহিত করেন মিলের ইনচার্জ শফিউল বাশার।

পরিদর্শনকালে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু গণমাধ্যম কর্মীদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে বন্ধ মিলগুলো পুনরায় চালু করবেন। এই সুযোগকে কাজে লাগিয়ে সুন্দরবন টেক্সটাইল মিলস চালু করা গেলে সাতক্ষীরার ৩ থেকে ৪ হাজার নারী পুরুষের কর্মসংস্থান হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সুন্দরবন টেক্সটাইল মিলস চালু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ হারুন উর রশীদ, শিবপুর ইউপি চেয়ারম্যান এস এম আবুল কালাম, সুন্দরবন টেক্সটাইল মিলস চালু বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ সরদার, সদস্য সচিব মাগফুর রহমান, দপ্তর সমন্বয়কারী শেখ শওকত আলী, শ্রমিক রেজাউল হক রেজা প্রমুখ।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!