বিলাল হোসেন: শ্যামনগরে অবৈধ ডাম্পারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ৬জন ডাম্পার চালককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৮ এপ্রিল) শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন এই অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর এলাকায় অভিযান চালিয়ে আটককৃত চালকদের সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, শ্যামনগরে আইন অমান্য করে ওভার লোড নিয়ে গ্রাম ও শহরের রাস্তায় বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে ১০ চাকার ডাম্পার ট্রাক। এসব যানের চাকার আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে সড়ক-মহাসড়ক। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক ভেঙে চুরে হচ্ছে একাকার। ফলে প্রতিদিন এলাকাবাসীসহ ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহন চালক, যাত্রী ও পথচারীরা, প্রাণ হারাচ্ছে শিশু থেকে বৃদ্ধ মানুষ। কেবল সড়কের ক্ষতি নয়, অহরহ ঘটছে দুর্ঘটনা।