সোমবার , ৬ মে ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

জেলেনস্কিকে ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত করল রাশিয়া

প্রতিবেদক
the editors
মে ৬, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক | অপরাধী হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত করল রাশিয়া। শনিবার সরকারি ডাটাবেজ থেকে এ তথ্য জানা গেল। খবর মস্কো টাইমসের।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ান্টেড তালিকায় জেলেনস্কিকে পাওয়া গেছে। এটি সেই অপরাধীদের একটি অনলাইন ডাটাবেজ, যাদের কর্তৃপক্ষ খুঁজছে।

তালিকায় উল্লেখ করা হয়েছে, ফৌজদারি একটি অপরাধে তাকে খোঁজা হচ্ছে। তবে এর বেশি কিছু উল্লেখ করা হয়নি।

কেন জেলেনস্কিকে ওয়ান্টেড তালিকাভুক্ত করা হলো, তা নিয়ে রাশিয়া তাৎক্ষণিকভাবে কিছু বলেনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর থেকেই মস্কো জেলেনস্কিকে টার্গেট করে যাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট গত বছর বলেছিলেন, তাকে হত্যায় অন্তত পাঁচ-ছয়টি চেষ্টা ব্যর্থ হয়েছে।

ইউক্রেনে সেনা পাঠানোর পরদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশে এক ভাষণ দেন। তাতে তিনি ইউক্রেনের সেনাবাহিনীর প্রতি জেলেনস্কিকে উৎখাত করার আহ্বান জানান।

রাশিয়া তাদের তাদের ওয়ান্টেড তালিকায় বিদেশি রাজনীতিবিদসহ বিভিন্ন দেশের নেতৃস্থানীয় লোকেরাও রয়েছেন।

সর্বশেষ - জাতীয়