রবিবার , ১২ মে ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে সেচপাম্পের তারে জড়িয়ে একজনের মৃত্যু!

প্রতিবেদক
the editors
মে ১২, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে সেচপাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (২৪) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ মে) শ্যামনগর পৌরসভার কাঁঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হাকিম শ্যামনগর পৌরসভার কাঠালবাড়িয়া গ্রামের আব্দুস সুবাহানের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে আব্দুল হাকিম বাড়ির পুকুরে মাছ ধরার জন্য পাম্পের মাধ্যমে পানি সেচ দিচ্ছিলেন। সেচ দেওয়া শেষে গোছানোর সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে সিটকে বাড়ির পাকা দেয়ালে ধাক্কা খান তিনি। এতে তার মাথায় আঘাত লাগে। তাৎক্ষণিক প্রতিবেশীরা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে দেখছি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত